চাকরিকালীন সুবিধাসমুহ- আকর্ষনীয় মাসিক বেতন ছাড়াও টিএডিএ (সেলস্ এক্সিকিউটিভ পদের জন্য), মোবাইল বিল, দুইটি উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি সুবিধা, সন্তানের জন্য শিক্ষাভাতা, ইন্সুরেন্স কাভারেজ সুবিধাসহ কোম্পানির চাকুরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাসমুহ প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আগামী ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে সরাসরি কিংবা ই-মেইলে বৃত্তান্ত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বেতন আলোচনা সাপেক্ষে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে। পদবী উল্লেখ করে মেইল করুন: inncongroup.a@gmail.com, করুন